প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১২:০২ এএম | অনলাইন সংস্করণ
অ্যাডিলেড টেস্টে হারের শঙ্কায় পড়েছে সফরকারী ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯ রানে পিছিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। অজি বোলারদের তোপে ৫ উইকেটে টিম ইন্ডিয়ার সংগ্রহ ১২৮ রান। দিন শেষ করেন ২৮ রানে ঋষব পান্ত ও ১৫ রান নিয়ে নিতিশ কুমার রেড্ডি।
এরআগে ১৫৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেন রহিত শর্মারা। অজি বোলারদের সামলে খেলার আগেই মাত্র ১২ রানে উইকেট হারায় ব্যাটিং তাণ্ডবের দল ভারত। কামিন্সের বলে ক্যাচ তুলে সাজঘরে হাঁটেন কে এল রাহুল। জসওয়াল ও বিরাট কোহলিকে ২৪ ও ১১ রানেই ফিরিয়ে দেন বোল্যান্ড। ক্রিজে টিকে থাকার লড়াইয়ে আশা জাগানো শুভমান গিলও ফেরেন ব্যক্তিগত ২৮ রানে, স্টার্কের বলে বোল্ড হয়ে। অধিনায়ক রহিত ৬ রানে কামিন্সের বলে ফিরে যান।
ব্যাটে-বলে পারফরম্যান্স করে অ্যাডিলেড টেস্টের প্রথম দিনটা রাঙিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে শনিবার (৭ ডিসেম্বর) দিনের শুরুটা ভালো হয়নি অজিদের। আগের দিনে ৩৮ রানে অপরাজিত ম্যাকাসুইনি ১ রান যোগ করতেই সাজঘরে ফেরেন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি স্টিভেন স্মিথ। ১১ বলে ২ রান করে ক্যাচ তুলে দেন তিনি।
আগের দিনের ২০ রানে অপরাজিত থাকা লাবুশেনে ফেরেন ১২৬ বলে ৬৪ রান নিয়ে। একপ্রান্ত আগলে রাখা ট্রাভিস হেডকে ফেরান সিরাজ। তার আগেই ১৪০ রানের ইনিংস খেলেন হেড। এতে সবকটি উইকেট হারিয়ে ৩৩৭ রানের পূঁজি পায় অস্ট্রেলিয়া।