বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: আশুলিয়ায় আজও ১২ শিল্পকারখানা বন্ধ   ভারতে বসে হাসিনার বক্তব্য সমর্থন করে না মোদি সরকার    বিএনপির যৌথসভা বিকেলে   চান্দনা চৌরাস্তায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪   তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক   যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল   চলে গেলেন সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময়
রাকিব হোসেন মিলন
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৮:০৯ পিএম | অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ৫৯নং ওয়ার্ড বিএনপি, কদমতলী থানার মেরাজনগর ইউনিটে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখল ও মাদক বন্ধের দাবিতে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। 

তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে সব ধরনের বৈষম্য, অনিয়ম ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খোরশেদ আলম খোকন, সভাপতি, ৫৯নং ওয়ার্ড বিএনপি, কদমতলী থানা। মাহাবুব আলম কাজল, সাধারণ সম্পাদক, ৫৯নং ওয়ার্ড বিএনপি, কদমতলী। আমিরুল ইসলাম টুটুল, সাবেক সভাপতি, মেরাজনগর ইউনিট। মোঃ তাওলাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি, ৫৯নং ওয়ার্ড বিএনপি, কদমতলী থানা। মোঃ হারুন আর রশিদ সেন্টু, সাবেক মেম্বার ও সাধারণ সম্পাদক, মেরাজনগর ইউনিট বিএনপি। হাজী আব্দুল মন্নান ফকির, বিশিষ্ট সমাজসেবক। মকবুল আহমেদ, সাবেক সহ-সভাপতি, মেরাজনগর ইউনিট বিএনপি।

সভাপতিত্ব করেন মেরাজনগর ইউনিট বিএনপির সভাপতি শেখ আব্দুল খালেক।

সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক জহিরুল ইসলাম ও মো. রাহাত বসির।

সভা পরিচালনার দায়িত্বে ছিলেন মো. সাদেক, আক্তার হোসেন, রাজু আহমেদ, আবুল হোসেন টুটুল এবং মোস্তাফিজুর রহমান মাসুদ।

সভায় বক্তারা দেশব্যাপী চলমান সন্ত্রাস, মাদক এবং দখলবাজি রোধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি ছাত্রজনতার আন্দোলনে শহীদদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ও বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]