বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সার্বভৌমত্ব রক্ষায় পরিপূর্ণ সক্ষম বিমান বাহিনী   জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস   চলতি বছর বিশ্বে ৫৪ সাংবাদিক হত্যা, অধিকাংশই ইসরায়েলের হাতে   শহীদ বুদ্ধিজীবী দিবসের যেসব কর্মসূচি   র‍্যাবে আয়নাঘর ছিল, আইনি ব্যবস্থা নেয়া হবে: ডিজি   দেশে ফিরেছেন মির্জা ফখরুল   আশুলিয়ায় আজও ১২ শিল্পকারখানা বন্ধ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাকিবের বিপিএল খেলা নিয়ে যা জানা যাচ্ছে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৬:৪২ এএম | অনলাইন সংস্করণ

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরাটা একপ্রকার অনিশ্চিত। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে নিজেদের সর্বশেষ সিরিজে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল টাইগার এই অলরাউন্ডারের। যদিও তেমন কিছু হয়নি।  

চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিবের খেলা নিয়েও শঙ্কা রয়েছে। তার দেশে ফেরা নিয়েই চরম অনিশ্চয়তা রয়েছে। 

সাকিবের বিপিএল খেলা নিয়ে আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিপিএলে তার দল চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। তিনি বলেন, 'স্বাভাবিকভাবে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এটার উত্তর দিতে দিতে। আমাদেরকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই আমরা আশাবাদী তিনি আসতে পারবেন এবং খেলতে পারবেন। আমার সঙ্গে কথা হয়েছে (সাকিবের)। কয়েকটি প্রশ্ন করেছিলাম তাকে সম্প্রতি কিছু নিউজ দেখার পর। উনি বলেছেন এর একটিও সত্যি না। উনি এগুলো বলেনি।'

সাকিবকে নিয়ে ধোঁয়াশার কথা জানিয়ে সামির কাদের বলেন, 'আসার ব্যাপারে এখনও উনি কিছু বলেননি। পজিটিভও বলতে পারছি না। এটা পরিস্থিতির ওপর নির্ভর করে। যেহেতু উনি দেশের হয়ে এই মুহূর্তে খেলতে পারছেন না। সেক্ষেত্রে এখনও ওইভাবে আমাকে কিছু বলেনি।'

সাকিব না থাকলে অন্য ক্রিকেটার নেওয়া নিয়ে সামির বলেন, 'সবার সঙ্গেই আলোচনা করে একটি সিদ্ধান্ত নেব। সাকিবের বিকল্প নিয়ে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। বাঁহাতি স্পিনার কম পড়ে যাবে। আমরা স্থানীয় কোনো বাঁহাতি স্পিনার নিতে পারি।'



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]