শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ ১২ পৌষ ১৪৩১

শিরোনাম: রাজধানীর সচিব নিবাসেও আগুন   সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার সময় বাড়ল   দেশে ফিরেই নতুন বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী   ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না   হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ায় সচিবালয়ে আগুন: রিজভী   বিএনপিকর্মী হত্যায় কুষ্টিয়ার সাবেক এসপি গ্রেপ্তার    সিরিয়ায় অতর্কিত হামলায় ১৪ পুলিশ নিহত   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কলকাতায় বাংলাদেশ মিশনে ভিসাসেবা ‘সীমিত’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৮:০৫ পিএম | অনলাইন সংস্করণ

কলকাতা: ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে ভিসাসেবা সীমিত করা হয়েছে বলে জানা গেছে। যদিও এ নিয়ে কোনো বক্তব্য দেননি কলকাতায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা।

তবে কাঙ্ক্ষিত ভিসা না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবেদনকারীরা।
সূত্র থেকে জানা যায়, যেভাবে না বলে ঢাকার ভারতীয় হাইকমিশন বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়া সীমিত করেছে, সম্ভবত সেই পথেই হাঁটল কলকাতায় বাংলাদেশ মিশন।

বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমে সাম্প্রদায়িক অপপ্রচারের প্রেক্ষাপটে গত ২ ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দুত্ববাদী সমিতির সদস্যরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সহকারী হাইকমিশনের ভেতরে হামলা করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলে ও ছিঁড়ে দেয়। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা। অন্যদিকে মুম্বাই ও কলকাতা হাইকমিশনের বাইরেও বিক্ষোভ ও লাল-সবুজের পতাকা অবমাননা করে হিন্দুত্ববাদীরা।

আগরতলার ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি তোলে। পাশাপাশি ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। যদিও ভারত সরকার ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছে।

নিরাপত্তা উদ্বেগের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলায় সহকারী হাইকমিশনের কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। একইসঙ্গে কলকাতা ও আগরতলা মিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার ও সহকারী হাইকমিশনারকে ঢাকায় ডেকে নেওয়া হয়।  

এই পরিস্থিতিতে বাংলাদেশের ভিসা না পাওয়ার কথা বলছেন ভারতীয়রা। এই নিয়ে কলকাতায় বাংলাদেশ মিশন মুখ না খুললেও ভিসা প্রসেসিং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সরফরাজ বলেছেন, অনেক ক্ষেত্রে সার্ভার বা স্লটের সমস্যা হয়। তখন ভিসা প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়ে থাকে।

কাঙ্ক্ষিত ভিসা না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সুকুমার সরকার নামে এক আবেদনকারী। তিনি বলেন, এর আগে টোকেনে যে সময় এবং তারিখ দেওয়া হতো, সেই সময় পেয়েছি। এখন ভিসা সেন্টার থেকে বলা হয়েছে, স্লটে নাম আসেনি।

উমা হালদারের মেয়ের বিয়ে হয়েছে ফরিদপুরে৷ তিনি ভিসা ফর্ম স্লট না থাকার কারণে জমাই দিতে পারেননি। গার্মেন্ট ব্যবসায়ী বান্টিও স্লট না পাওয়ার কারণে ভিসার আবেদন জমা দিতে পারেননি।

বান্টি বলেছেন, এই সময় শীতের পোশাকের অনেক চাহিদা থাকে। আমরা বাংলাদেশের গার্মেন্টস থেকে সেসব সংগ্রহ করি। কিন্তু এই মৌসুমে ভিসা না পেলে সমস্যায় পড়বো।

তথ্য বলছে, প্রতিদিন কলকাতার মিশন থেকে ৪৫০-৫০০ আবেদনকারীকে বাংলাদেশের ভিসা দেওয়া হয়ে থাকে। গত দুদিন ৩০০-র কম আবেদনকারী বাংলাদেশের ভিসা পেয়েছেন এই মিশন থেকে। আর শুক্রবারের তথ্য অনুযায়ী ভিসা দেওয়া হয়েছে ৭৫টি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]