প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৪২ পিএম | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা শহরের বিসিক শিল্প নগরীর একটি প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে বিনেরপোতা বিসিক শিল্প নগরীর মধ্যে রনি প্লাইউড ইন্ডাস্ট্রিজের কারখানায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নূরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাত ৪টায় ঘটনাস্থলে গিয়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। কীভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানানো হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।