শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল   অন্তর্বর্তী সরকারের আচরণ শেখ হাসিনার মতো হওয়া উচিত নয়: রিজভী   ৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর   জান্তা জেনারেলসহ শত শত মিয়ানমার সেনাকে আটক করেছে আরাকান আর্মি    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৪   সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ   নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লঙ্কান তারকা ক্রিকেটার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কারাগারে ডিভিশন পেলেন সাবেক এমপি, ‘জয় বাংলা’স্লোগান দিলেন আ.লীগ নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৭ এএম আপডেট: ০৬.১২.২০২৪ ১১:৫৯ এএম | অনলাইন সংস্করণ

কারাগারে ‘ডিভিশন সুবিধা’ পেলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্বিতীয়) আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তার ডিভিশন আবেদন মঞ্জুর করেন।

এরপর প্রিজনভ্যানে করে আসাদকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কিছুক্ষণ ‘আসাদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এমন স্লোগান দিতে দেখা যায় কিছু ব্যক্তিকে।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন আসাদ। পতনের দুই মাস পর গত ৬ অক্টোবর ঢাকায় র‌্যাবের হাতে গ্রেফতার হন তিনি। পরে তাকে ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মোহনপুরে থানা পোড়ানো মামলায় তার হাজিরার দিন ধার্য ছিল।

কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে আদালতে তোলা হয়। এ সময় তার আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনে আপত্তি জানায়। বিচারক মো. হাদিউজ্জামান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন আদালতে মোহনপুর থানার আরেকটি মামলায় আসাদকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করা হয়। আদালত এই আবেদনও মঞ্জুর করেন। তবে ডিভিশন পাওয়ার আবেদন জানান আসামিপক্ষের আইনজীবীরা। নাম প্রকাশ না করে আসাদের একজন আইনজীবী বলেন, ‘আমরা সাবেক এমপি হিসেবে তার ডিভিশন পাওয়ার আবেদন করি। আদালত তা মঞ্জুর করেছেন। এখন থেকে তিনি কারাগারে ডিভিশন সুবিধা ভোগ থাকবেন।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে আদালত থেকে আসাদকে প্রিজনভ্যানে তোলা হলে আওয়ামী লীগের ৮-১০ জন নেতাকর্মী গাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেন। পুলিশ প্রিজনভ্যানটি নিয়ে যায়। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তবে এসব ঘটনার কিছুই জানা নেই বলে দাবি সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাসির উদ্দিনের। তিনি বলেন, ‘ওই সময় আমি আদালতে ছিলাম না। এসব কিছুই আমার জানা নেই, আমি কিছু বলতে পারবো না।’

এ ব্যাপারে রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মো. আমান উল্লাহ বলেন, ‘জামিন নামঞ্জুর হয়েছি এটা জানি। পরে হয়তো ডিভিশন পেয়ে থাকতে পারেন। সতর্কভাবে কড়া নিরাপত্তায় তাকে আদালতে নেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়। আমি বিচারপতি মহোদয়ের সঙ্গে মিটিংয়ের আছি, পরে কথা বলবো।’

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিভিশন মঞ্জুর হওয়ায় আসাদ এখন থেকে কারাগারে আলাদা রুম, খাট, ভালো বিছানা, চেয়ার, টেবিল, তোশক, বালিশ, তেল, আয়না, চিরুনি এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্রসহ একজন সহকারী পাবেন। সহকারী তার প্রয়োজনীয় কাজগুলো করে দেবেন। এ ছাড়া তার চাহিদার পরিপ্রেক্ষিতে বইপত্র এবং দু-তিনটি দৈনিক পত্রিকাও দেওয়া হবে। সাধারণ বন্দিদের চেয়ে উন্নতমানর খাবারও পাবেন এই আওয়ামী লীগ নেতা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]