প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১২:২৬ এএম | অনলাইন সংস্করণ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ইসলামাবাদের আদালত রাষ্ট্রীয় উপহার বিক্রির সাথে জড়িত চলমান মামলায় নতুন এই পরোয়ানা জারি করে।
উর্দু এআরওয়াই নিউজ জানিয়েছে, সম্ভবত পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) তাকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত স্বামী ইমরান খানের প্রধানমন্ত্রী মেয়াদকালে অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির সাথে জড়িত মামলায় ৯ মাস আটক থাকার পরে অক্টোবরে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন বুশরা বিবি।
এদিকে, ইমরান খান বর্তমানে অন্যান্য মামলায় কারাগারে রয়েছেন। যদিও দু'জনেই বার বার অভিযোগ অস্বীকার করেছেন।
৫০ বছর বয়সী বুশরা বিবি নভেম্বরের ব্যাপক বিক্ষোভের সময় ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের হাজার হাজার সমর্থককে একত্রিত করেছিলেন। আধাসামরিক বাহিনী ইসলামাবাদে সমাবেশটি পণ্ড করে দিলে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে পালিয়ে যেতে বাধ্য হন সমর্থকরা।