প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৮:১০ পিএম | অনলাইন সংস্করণ
আসন্ন বিজয় দিবস উপলক্ষে ১৬ জন কারাবন্দির সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী, অর্ধেকের বেশি সাজাভোগ করা ১৬ জন কারাবন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের চিঠি মোতাবেক বন্দিদেরকে কারাগার থেকে মুক্তি প্রদানের আদেশ দেওয়া হয়েছে।’