প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৫:০৮ পিএম | অনলাইন সংস্করণ
রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দেশে তারা ফিরতে শুরু করেছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার ও রিসোর্ট ব্যবসায়ী সমিতির নেতারা বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সারা দিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দুইটি দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে করে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা গতকাল মঙ্গলবার বিকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সাজেকে আটকে পড়েন।
সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, যারা গতকাল মঙ্গলবার বিকেলে আটকা পড়েছিলেন এবং আজ বুধবার সকালে যাদের চলে যাবার কথা ছিল দুপুর ২টার পর সেনা সহায়তায় তারা সাজেক ছেড়ে গেছেন। তিনি বলেন, ‘২ দিনের জন্য যারা এসেছে তাদের মধ্যে কিছু পর্যটক এখনো সাজেকে আছেন।’
বাঘাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুপুর ২টার দিকে পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছেন।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এর আগে জানিয়েছিলেন, সাজেকে চার-পাঁচ শতাধিক পর্যটক আটকা আছে। পরিস্থিতি বুঝে তাদের সাজেক ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় তিন দিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন। পরে সেই নিরুৎসাহিতকরণ আরও দুই দফা বাড়ানো হয়।