প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৪২ এএম | অনলাইন সংস্করণ
চীনে বেড়াতে গিয়েছিলেন ‘লিটল উইমেন’ অভিনেতা পার্ক মিন জে। হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ২৯ নভেম্বর তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৩২ বছর। পয়লা নভেম্বর ছিল তার জন্মদিন। আগামীকাল (৩ ডিসেম্বর) বুধবার ইউহা সিউল হসপিটালের ফিউনেরাল হলে পার্ক মিন জের শেষকৃত্যের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।
কোরীয় তারকা মিন জের ছোট ভাই সামাজিক মাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি, আপনারা তাকে দেখতে আসবেন।’ মিন জের এজেন্সি বিগ টাইটেল এন্টারটেইনমেন্ট এক শোকবার্তায় জানিয়েছে, ‘তিনি এমন একজন অভিনেতা ছিলেন, যিনি অভিনয়কে ভালোবাসতেন এবং সর্বদা তার সেরাটা উপহার দিতেন। ক্যারিয়ারজুড়ে তিনি যত ভালোবাসা এবং সমর্থন পেয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা হয়তো তাকে আর পাবো না, কিন্তু তাকে আমাদের অন্যতম প্রিয় অভিনেতা হিসেবে স্মরণ করবো। তিনি শান্তিতে থাকুন।’
২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন পার্ক মিন জে। পরে ‘লিটল উইমেন’, ‘নাম্বারস’, ‘দ্য ফেবুলাস’, ‘টুমোরো’সহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজে অভিনয় করে পেয়েছেন খ্যাতি। তার সর্বশেষ কাজ ‘স্ন্যাপ অ্যান্ড স্পার্ক’।