বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ১৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকার আহ্বান   ভারতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত   চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র   ভারত সবসময় আ.লীগের চোখে বাংলাদেশকে দেখে: হাসনাত   মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি টাকা   অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র   বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা উচিত ভারতের   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
গাজায় জিম্মিদের মুক্তির নির্দেশ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ পিএম | অনলাইন সংস্করণ

গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তির নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হামাসকে তার শপথগ্রহণের আগের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ওই সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

সোমবার নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্তি দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের কঠিন পরিণতি হবে।

গত বছরের ৭ অক্টোবর দখলকৃত ফিলিস্তিনি ভূ-খণ্ডে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। এসময় ১২০৮ জনকে হত্যা এবং দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে হামাস। এসব জিম্মিদের মধ্যে কিছু মুক্তি পেলেও এখনো হামাসের হাতে বন্দি আছে ১শ’রও বেশি ইসরায়েলি। হামাসের দাবি, ফিলিস্তিনি ভূ-খণ্ড জবরদখলকারীদের বিরুদ্ধেই এই হামলা চালায় তারা।

হামাসের হামলার পর থেকেই গাজা উপত্যকায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে গাজার নিরিহ মানুষের ওপর বোমা ফেলে যাচ্ছে তারা। ইসরায়েলের নির্বিচারে হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু।

গাজায় ইসরায়েলি হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। সংঘাতে জড়িয়ে পড়ে পার্শবর্তী লেবাননসহ অঞ্চলে প্রভাব বিস্তারকারী ইসলামী গোষ্ঠীগুলো। এমনকি ইসরায়েল-ইরানের মধ্যে ইতিহাসে প্রথমবার পরষ্পরের ভূখন্ডে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যজুড়ে বৃহৎ সংঘাতের সূচনা হওয়ার আশঙ্কা তৈরি হয়।

ডোনাল্ড ট্রম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই গাজায় সংঘাত বন্ধ করবেন বলে মন্তব্য করে আসছিলেন। তিনি চাইছেন, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]