প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
দৃষ্টিহীন ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানের মাটিতে বসেছিল ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসর। চিরপ্রতিদ্বন্দ্বী দেশটিতে খেলতে যায়নি আগের তিনবারের চ্যাম্পিয়ন ভারত। সব মিলিয়ে চার দেশ আসর থেকে নাম সরিয়ে নিয়েছিল।
টুর্নামেন্ট বয়কটের হিড়িকের মধ্যেও মাঠের লড়াইয়ে উত্তাপ কম ছিল না। দুর্দান্ত খেলে ফাইনালে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ছিল স্বাগতি পাকিস্তান।
শিরোপার লড়াইয়ে পাকিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ। সেটিও আবার ১০ উইকেটের বড় ব্যবধানে। ঘরের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ দিয়েই ফরম্যাটটিতে শিরোপাখরা কাটাল স্বাগতিক দল।
মঙ্গলবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে মোটামুটি খারাপ করেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৩৯ রানের পুঁজি গড়েছিল লাল-সবুজের দল। দলের সর্বোচ্চ ৫৪ রান এসেছে আরিফ হোসেনের ব্যাট থেকে।
পাকিস্তানের বোলারদের মধ্যে বাবর আলি তিনটি এবং মতিউল্লাহ ও মোহাম্মদ সালমান একটি করে উইকেট শিকার করেছেন।
১৪০ রানের টার্গেট তাড়ায় ঝড়ের গতি রান তুললেন পাকিস্তানের দুই ওপেনার। কোনো উইকেট না হারিয়েই মাত্র ১১ ওভারেই জয় নিশ্চিত করেছেন দুই ওপেনার নিসার আলি এবং মোহাম্মদ সাফদার। নিসার আলি ৭২ রান এবং সাফদার ৪৭ রানে অপরাজিত ছিলেন।