প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৩:০৭ পিএম | অনলাইন সংস্করণ
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। একইসাথে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে তাদের রদবদলের বিষয়ে জানানো হয়।
মাহবুবুর রহমান পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
অন্যদিকে শফিউল আজিমকে জনপ্রসাশন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে ন্যাস্ত করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।