প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ২:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায় গাছ চুরি করে বিক্রি করার সময় গাছসহ ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ এর জন্য একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সম্প্রতি গান্ধারিয়া এলাকায় সাভার থানা অসহায় পরিবার পূর্ণবাসন বহুমুখী সমবায় সমিতির লিজ কৃত জমি থেকে বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে বিক্রির সময় গাছসহ ট্রাক আটক করে জনতা।
এ বিষয়ে ভুক্তভোগীরা আদালতে দুটি মামলা দায়ের করলেও থেমে নেই ও কাউকে তোয়াক্কা করছেন না তারা। তারা জোরপূর্বক কেটে রাখা গাছ সরকারি গাছ ট্রাকে করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাছসহ ট্রাক আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়।
সাভার থানা পুলিশ ঘটনস্থলে গিয়ে গাছসহ ট্রাক আটক করে। এসময় অভিযুক্ত সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা আরও জানান, অভিযুক্ত সন্ত্রাসীরা সেখানে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
জব্দ কৃত গাছের মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ।
এ বিষয়ে সাভার থানা অসহায় পরিবার পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতির সভাপতি মীর মেহেদী হাসান আদালতে মামলা দায়ের করেছেন (সি আর মামলা নং ১০৫৮, ১০৫৯,২০২৪। এছাড়াও নুরে আলম নামে এক ভুক্তভোগী সাভার মডেল থানায় একটি মামলা (নং ৬/১১/২৪) মামলা দায়ের করেছেন।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা জড়িত তাদেরকে সবাইকে আইনের আওতায় আনা হবে।