প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
কাপাসিয়া দুই প্রাইভেট হাসপাতালে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
হাসপাতালে দুটি হলো, কাপাসিয়ার দেলোয়ার জেনারেল হাসপাতাল ও জোবায়দা মেমোরিয়াল হাসপাতাল।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুই হাসপাতাল থেকে জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, কাপাসিয়ার দেলোয়ার জেনারেল হাসপাতাল ও জোবায়দা মেমোরিয়াল হাসপাতালকে
মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৬(২৭) ধারায় ৫,০০০/- টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারায় ১৫০০০/- টাকা জরিমানা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো. মামুনুর রহমান, কাপাসিয়া থানা পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।