বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ১৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ভারতের দিকে বাংলাদেশি ট্যাংক বহর এগিয়ে যাওয়ার গুজব   কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকার আহ্বান   ভারতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত   চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র   ভারত সবসময় আ.লীগের চোখে বাংলাদেশকে দেখে: হাসনাত   মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি টাকা   অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
‘জীববৈচিত্র্য বাঁচাতে কৃষি সমৃদ্ধির দিকে নজর দিতে হবে’
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৬:৪১ পিএম | অনলাইন সংস্করণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক (হর্টিকালচার সেন্টার, যশোর) কৃষিবিদ দিপঙ্কর দাস বলেছেন, আমাদের অর্থনীতির প্রধানত চালিকাশক্তি কৃষি। তাই কৃষিতে সমৃদ্ধি ঘটাতে পারলে দেশ হবে সমৃদ্ধ। আমাদের জলবায়ু, জীববৈচিত্র্য বাঁচাতে হলে কৃষি সমৃদ্ধির দিকে বেশি নজর দিতে হবে। আর এ কাজটি করতে হবে আমাদের কৃষক ভাইদের। যাদের প্রচেষ্টায় আমরা কৃষিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। ড্রাগন চাষের সম্ভাবনাকে আমরা আবারো ফিরে আনতে চাই। 

সোমবার (২ ডিসেম্বর) সকালে ঝিকরগাছা উপজেলার লক্ষীপুর গ্রামের সফল উদ্যোক্তা সাইফুল ইসলামের ‘মেসার্স পিয়াল অ্যান্ড সুবহি কৃষি ফার্ম’ চত্বরে আয়োজিত বর্ণাঢ্য কর্মশালায় তিনি এসব কথা বলেন।

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে যশোরাঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষক সংগঠনে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন শীর্ষক এই কর্মশালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার পদ্মপুকুর,লাউজানি ও লক্ষ্মীপুর ব্লকের ৩টি কৃষক সংগঠনের ৯০ জন নারী-পুরুষ কৃষক অংশগ্রহণ করেন।

ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার হিসেবে জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পরিচালক (বীজ শস্য সংরক্ষণ) কৃষিবিদ সমিরন বিশ্বাস। প্রধান অতিথি আরও বলেন,কৃষিতে নিত্যনতুন চাষাবাদে যুক্ত হচ্ছে পুষ্টি সমৃদ্ধ নানাজাতের উপকারী ফল। এগুলো কিন্তু আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি কৃষকদের উদ্দেশে বলেন, আমরা আপনাদের কোনো ফসল বা চাষাবাদ এর বিষয় জোর করে চাপিয়ে দেবো না। বরং যে চাষাবাদ লাভজনক ও উপকারী তা আপনাদের বেছে নিতে হবে বলেন এই কৃষিবিদ। 

তিনি আরও বলেন, শুধু কৃষকসংগঠন হলে হবে না। কৃষক একত্রিত হলেও হবেনা। চাই সুষ্ঠু পরিকল্পনামাফিক চাষাবাদ। তবেই আমরা কৃষিতে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবো। 

আমরা আপনাদের  সম্ভাব্য সব ধরনের পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি সরকারি তরফে সহযোগিতা অব্যাহত রাখবো বলেন তিনি। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন আল মামুন। আরও বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আয়ুব হোসেন, জাহিদুল ইসলাম, আফসানা হক। লক্ষীপুর গ্রামের সফল উদ্যোক্তা সাইফুল ইসলামের 'মেসার্স পিয়াল অ্যান্ড সুবহি কৃষি ফার্ম' চত্বরে আয়োজিত বর্ণাঢ্য এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 এসময় তিনজন কৃষক মনায়ন হোসেন, মহসিন আলী ও সাহেব আলীও বক্তব্য রাখেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]