প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৫:০৩ পিএম | অনলাইন সংস্করণ
মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খাঁন অভিনীত চলচ্চিত্র ‘দরদ’। রাজধানী কুয়ালালামপুর ও এর আশাপাশের ১৮টি হলে মুক্তি পাবে সিনামাটি।
বহুল আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘তুফান’র পর এবার শাকিব খাঁনের ‘দরদ’ চলচ্চিত্রটি প্রদর্শন করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি প্রদর্শনী সংস্থা জেটিজি এন্টারপ্রাইজ এসডিএন বিএইচডি এবং হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুর।
গত শনিবার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ায় রয়েল রুপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন জেটিজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাসেল।
শুক্রবার (৬ ডিসেম্বর) প্রিমিয়ার শোর মধ্য দিয়ে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রদর্শনি শুরু হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এরপর মালয়েশিয়ার কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার ,ইপো , পেনাং বিএম , পেনাং সিটি, মেলাক্কা , মোয়ার , সেরেম্বান , কুয়ান্তান , সেলায়াং , শাহ আলম আইসিটি , কেলাং বুকিতরাজা , সুবাং সামমিট , কোতা টিংগি , বাতু পাহাতে'র সিনামে হলে প্রবাসীরা দেখতে পাবেন ‘দরদ’ সিনেমা।
সিনামাটি বাংলাদেশে মুক্তির পর ব্যাপক আলোচিত হওয়ায় ইতোমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। মুক্তির আগে সরকারি নিয়ম মেনে চলচ্চিত্রটিতে যুক্ত করা হয়েছে মালয়েশিয়ান ভাষা ও ইংরেজি সাব টাইটেল।
মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় আগেও আমরা সাকিব খানের প্রিয়তমা ও তুফান ছবি নিয়ে এসেছি। সেখানে প্রবাসীদের দারুন আগ্রহ দেখা গেছে। প্রবাসীরা সাকিব খানকে ভালোবাসে। এজন্যই সাকিবিয়ান ভক্তরা ‘দরদ’ মুভি দেখার জন্য হলগুলোতে উপস্থিত থাকবে বলে প্রত্যাশা।