প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
ইজতেমা করার দাবিতে গাজীপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাবরে স্মারকলিপি দিয়েছেন সাদপন্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সাদপন্থী তাবলীগের উলামা-কেরাম ও সাধারণ সাথীরা।
স্মারকলিপিতে বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতি নিশ্চিত ও ২০ থেকে ২৪ ডিসেম্বর ইজতেমা ময়দানে ৫ দিনের জোর ইজতেমা করার দাবি জানান তারা।
এসময় গাজীপুর জেলা সাদ অনুসারী শুরা সদস্য ডক্টর প্রফেসর আব্দুল হান্নান জানান, মাওলানা সাদ কান্ধলভী সারা বিশ্বে ইজতেমা করছেন এবং তাকে তারা চান।