প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৩:২৬ পিএম | অনলাইন সংস্করণ
দেশকে অস্থিতিশীল করতে একটি উগ্রগোষ্ঠী চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২ ডিসেম্বর) ঝালকাঠি জেলা জামায়ত আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমীর একথা বলেন।
তিনি বলেন, জামায়াত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের কোর্ট কাচারী অফিস আদালত কোথাও গিয়ে কাউকে লাঞ্ছিত হতে হবে না। কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে, শ্রমিক পাবে তার ঘামের ন্যায্য মজুরি।
তিনি আরও বলেন, অধিকার ভিক্ষা করতে হবে না কাউকে। সম্মানের সাথে সবাইকে তার অধিকার দেওয়া হবে।
জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন ও অন্যরা।