বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ১৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ভারতের দিকে বাংলাদেশি ট্যাংক বহর এগিয়ে যাওয়ার গুজব   কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকার আহ্বান   ভারতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত   চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র   ভারত সবসময় আ.লীগের চোখে বাংলাদেশকে দেখে: হাসনাত   মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি টাকা   অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
অধস্তন আদালতের অবকাশ শুরু, দায়িত্বে ৬৭ বিচারক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১:৩৭ পিএম | অনলাইন সংস্করণ

সারা দেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে বাৎসরিক অবকাশ শুরু হয়েছে। তবে অবকাশকালে জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রহণ এবং তা হতে উদ্ভূত জরুরি বিষয়সমূহ শুনানি ও নিষ্পত্তি করার জন্য অধস্তন আদালতের ৬৭ জন বিচারককে ভ্যাকেশন জজ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-৩) উপসচিব এ এবং এম গোলজার রহমানের সই করা প্রজ্ঞাপনে ভাষ্য— বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ২০২৪ সনের ডিসেম্বর মাসে দেওয়ানি আদালত অবকাশকালে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৭ জন বিচারককে তাদের নামের পাশে উল্লিখিত জেলার আদালত সমূহের (জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, ঢাকার ১০টি বিশেষ জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, পরিবেশ আপীল আদালত, সাইবার ট্রাইব্যুনাল, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনাল এবং মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল) জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রহণ এবং তা হতে উদ্ভূত জরুরি বিষয়গুলোর শুনানি ও নিষ্পত্তি করার জন্য ভ্যাকেশন জজ নিয়োগ করা হলো।

এসব কর্মকর্তাকে অবকাশকালীন দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ৪৩৫ ধারার অধীন পুনর্বিবেচনার দরখাস্ত ব্যতিত সকল ফৌজদারি দরখাস্ত ও মামলা গ্রহণ এবং নিষ্পত্তি করার জন্য দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১৯৩ (২) ধারার অধীন ক্ষমতা প্রদানসহ তাদের উক্ত অবকাশকালীন তাদের নামের পাশে বর্ণিত জেলাগুলোর সদর দপ্তরে আসন গ্রহণ করার জন্য দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ৯ (৪) ধারার ক্ষমতা প্রদান করা হলো।

বর্ণিত বিচারকগণকে অবকাশকালীন The Civil Courts Act 1887 (Act No. XII of 1887) এর ধারা ১৪ ও ৩৬ অনুযায়ী সংশ্লিষ্ট জেলার অধিক্ষেত্রের জেলা সদরে আসন গ্রহণ করে জরুরি দেওয়ানি মামলা গ্রহণ ও তা হতে উদ্ভূত জরুরি বিষয়ে শুনানী ও নিষ্পত্তি করার ক্ষমতা এবং শিশু আইন, ২০১৩ এর আওতায় গঠিত শিশু আদালতের কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা প্রদান করা হলো।

বর্ণিত অবস্থায়, ভ্যাকেশন ডিউটিতে কর্মরত কর্মকর্তাগণ ব্যতীত জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক, ঢাকার ১০ (দশ) টি বিশেষ জজ আদালতের বিশেষ জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক, বিশেষ জজ, পরিবেশ আপীল আদালতের বিচারক, সাইবার ট্রাইব্যুনালের বিচারক, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ, অতিরিক্ত মহানগর দায়রা জজ, যুগ্ম মহানগর দায়রা জজ, পরিবেশ আদালতের বিচারক এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকগণকে দেওয়ানি আদালত অবকাশকালীন ছুটিভোগসহ কর্মস্থল ত্যাগের অনুমতি প্রদান করা হলো।

ভ্যাকেশন ডিউটিতে কর্মরত বিচারকগণ সরকারি গাড়ি ব্যবহারের প্রাধিকার প্রাপ্ত হবেন এবং ভ্যাকেশন ডিউটিতে কর্মরত কর্মকর্তাগণের মধ্যে যিনি নিজ কর্মস্থল হতে অন্য কর্মস্থলে ভ্যাকেশন ডিউটি করবেন তিনি বিধি মোতাবেক টিএ অথবা ডিএ প্রাপ্ত হবেন।

সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে অধস্তন আদালতে (দেওয়ানি ও ফৌজদারি মামলা) অবকাশ পালন করা হয়। তবে ভ্যাকেশন আদালতগুলোতে জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রহণ করা হয়। এ ছাড়া ওই সময়ে মূখ্য মহানগর আদালতগুলোর বিচারকার্য স্বাভাবিক থাকে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]