বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ১৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র   ভারত সবসময় আ.লীগের চোখে বাংলাদেশকে দেখে: হাসনাত   মুন্নী সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি টাকা   অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র   বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা উচিত ভারতের   বিপিএলের থিম সং প্রকাশ, দুটি লাইন প্রধান উপদেষ্টার   রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আমি চাকরি ছেড়ে চলে যাবো কিন্তু আপস করবো না: গভর্নর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৯ পিএম আপডেট: ০২.১২.২০২৪ ১২:৫১ পিএম | অনলাইন সংস্করণ

‘আমরা কোনো মব জাস্টিসে বিশ্বাস করি না। আমাকে যদি কেউ যেকোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য চাপ দেয়, আমি এই চাকরি ছেড়ে চলে যাবো। কিন্তু আমি কোনো আপস করবো না।’ 

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর আহসান এইচ মনসুর এমন মন্তব্য করলেন।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক আন্দোলনের পেছনে কর্মকর্তাদের ‘দলাদলিকে’ দায়ী করে গভর্নর বলেন, এখানে দলাদলি আছে সেটাও আমরা জানি। দলাদলির মধ্যে আমি পড়বো না। আমি দলাদলির ঊর্ধ্বে রাখবো বাংলাদেশ ব্যাংককে।

আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দলাদলি করতে নিষেধ করেছি। তাদেরকে বলেছি, নীল হলুদ সবুজ দল বাদ দেন। আপনারা নিজের পায়ে দাঁড়ান। আপনারা সভাপতি হতে চান, নিজের নামে সভাপতি হন। বিভিন্ন রঙের দল ঘোষণা করে দলদলির দিকে নিয়ে যাচ্ছেন কেনো? এগুলো আমি পরিহার করার চেষ্টা করবো সমনে। ব্যক্তি হিসেবে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা হিসেবে আপনারা প্রতিনিধিত্ব করেন। আপনারা লাল, নীল দলের প্রতিনিধিত্ব করতে যেয়েন না।

এসময় আন্দোলনকারীদের সতর্ক করে দিয়ে আহসান এইচ মনসুর বলেন, আমি এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য আসিনি। আমি আন্দোলনকারীদের কথা শুনেছি। এখন যেটা দেশের জন্য ভালো আমি সেটাই করবো। আমি কারও চাপে করবো না।

প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের গত ২০ নভেম্বরের নির্বাচন কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এই নির্বাচনে পরাজিত প্রার্থীদের একটি অংশ মনে করছেন, তাদের হেরে যাওয়ার পেছনে জ্যেষ্ঠ দুইজন ডেপুটি গভর্নরের হাত রয়েছে। এই পটভূমিতে দুইজন ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে গত ২৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আন্দোলনে নেমেছিলেন ২০-২৫ জন কর্মকর্তা। বিক্ষোভ প্রদর্শন শেষে তাদের দাবি নিয়ে ৩ জন প্রতিনিধি গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু গভর্নর তাদের দাবি মেনে নেননি বলে জানিয়েছিলেন ওই প্রতিনিধি দলের প্রধান নজরুল ইসলাম।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]