বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: দেবিদ্বারে পরীক্ষা চলাকালে হঠাৎ ২৬ ছাত্রী অসুস্থ   নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত   এবার পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩   প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির একান্ত সাক্ষাৎ   হত্যাচেষ্টা মামলায় বেনজীরের ক্যাশিয়ার জসিম কারাগারে    টঙ্গীর জোড় ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু   আগামী নির্বাচন অনেক কঠিন হবে : তারেক রহমান   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঋণখেলাপি ১,৯৬৩ কোটি টাকা
এস আলম ও তার স্ত্রী-ভাইসহ ১০ জনের বিরুদ্ধে সমন জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৪ পিএম | অনলাইন সংস্করণ

আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও পরিবারের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে গ্রুপটির চেয়ারম্যান মো. সাইফুল আলমের নামে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চার কোটি ৯৬ লাখ ও তার ভাই আব্দুস সামাদের আল আরাফাহ ইসলামী ব্যাংকের দুই কোটি ৪৬ লাখ শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

এর আগে এক হাজার ৯৬৩ কোটি টাকা খেলাপি হওয়ায় গ্রুপটির প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের বিরুদ্ধে মামলা করে জনতা ব্যাংক।

মামলাটি আমলে নিয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম, তার স্ত্রী, চার ভাই, ভাইয়ের স্ত্রী ও এক পরিচালকসহ ১০ জনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন আদলত।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারি রেজাউল করিম বলেন, ‘এস আলম গ্রুপের প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের বিরুদ্ধে এক হাজার ৯৬৩ কোটি টাকার ঋণ খেলাপি মামলা  করেছে জনতা ব্যাংক।’

মামলায় গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভিন, ভাই মোহাম্মদ রাশেদুল আলম, মো. আবদুল্লাহ হাছান, আব্দুস সামাদ (লাবু) ওসমান গণি, মো. শহিদুল আলম, ভাইয়ের স্ত্রী শাহানা ফেরদাউস ও গ্লোবাল ট্রেডিং করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুছ ছবুর ও পরিচালক মিশকাত আহমদকে বিবাদী করা হয়েছে।

গ্লোবাল ট্রেডিং করপোরেশন ছাড়াও মামলায় গ্রুপটির আরও ১৩ প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালে জনতা ব্যাংক সাধারণ বীমা শাখা থেকে ঋণ ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণ ২৭০ মিলিয়ন ডলার (২৭০ কোটি টাকা) সুবিধা নেয় গ্লোবাল ট্রেডিং করপোরেশন। এলএটিআর সুবিধায় নেওয়া এ ঋণ বছরান্তে পরিশোধ করার শর্ত থাকলেও গত ১৫ বছরে তা পরিশোধ করা হয়নি। বরং বছর বছর ঋণসীমা ও সুদ বেড়ে বর্তমানে সুদাসলে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫৫৯ টাকা। এর মধ্যে একাধিকবার ঋণটি পুনঃতফসিলও করেছে ব্যাংক।

জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) ও সাধারণ বীমা শাখার ইনচার্জ বাদল কান্তি দাশ বলেন, সর্বশেষ ঋণটি আবারও পুনঃতফসিলের প্রস্তাব দিলে চলতি বছরের সেপ্টেম্বরে তা নাকচ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এ ঋণের বিপরীতে ১৬ টি তফসিলে এস আলম গ্রুপের চট্টগ্রাম নগরী ও জেলায় এবং গাজীপুরের মোট এক হাজার ৮৬০ শতাংশ জমি বন্ধক রয়েছে। যার সর্বোচ্চ মূল্য ৩৫৮ কোটি টাকা। এ জমি বিক্রি করে খেলাপি ঋণ পুরোপুরি আদায় সম্ভব নয়। তাই পাওনা আদায়ে মামলা করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]