প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৬:০৪ পিএম | অনলাইন সংস্করণ
১৯৯৩ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের পটিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ঢালিউডের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন।
এরপর ২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়।
এর ধারাবাহিকাতায় আজ রোববার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে আশুলিয়ার মোজাজামেইল এলাকায় নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়া থানা কমিটির পক্ষ থেকে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পলান করাসহ দোয়া মাহফিল ও র্যালি সমাবেশ করা হয়।
এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ছিল ‘ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার।’
এসময় আশুলিয়া থানা কমিটির পক্ষে মো. শাকিল আহমেদ সভাপতি নিরাপদ সড়ক চাই বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো. সোহেল রানার পরিবারের মাঝে নগত অর্থ প্রধান করেন। এবং সাড়া দিন ব্যাপি চলে সচেতনতা মুলক ক্যাম্পিং র্যালি ও সমাবেশ।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন মো. শাকিল আহমেদ সভাপতি নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়া থানা কমিটি, মো. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়া থানা কমিটি ও বিকেএসপির ছাত্র-জনতাসহ সকল সদস্য।