প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৬ এএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের তারগাছ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নিরাপত্তাকর্মীর নিহতের খবরে চারটি বাসে আগুন দিয়েছে শ্রমিকরা।
পুলিশ জানায়, শনিবার (৩০ নভেম্বর) রাত আটটার দিকে অনন্ত ক্যাসুয়াল ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড মুন্নাফ মালিথা রাস্তা পারাপারের সময় আজমেরী পরিবহনের একটি বাসে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তার মৃত্যুর খবর কারখানায় ছড়িয়ে পড়লে রাত ৯টা দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ওই কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে তারা আজমেরী পরিবহনের চারটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রায় অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও সাধারণ লোকজনকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসলে পাবলিক অ্যাটাক করে। তাই ফায়ার কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে। আমরা শুনেছি ২-৩টি বাসে আগুন দেয়া হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর তারগাছ এলাকায় স্থানীয় অনন্ত ক্যাসুয়াল ফ্যাক্টরির এক নিরাপত্তা কর্মী মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই নিরাপত্তা কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর ছড়ায়। পরে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।