শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু    ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল   রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে   শৈত্যপ্রবাহ কবে হবে জানালো আবহাওয়া অধিদপ্তর   কুমিল্লাকে অচিরেই বিভাগ ঘোষণা: উপদেষ্টা আসিফ   বিদেশ যেতে দেয়া হলো না সুবর্ণাকে   একুশে আগস্ট গ্রেনেড হামলায় হাইকোর্টের রায় রোববার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৬:১৫ পিএম | অনলাইন সংস্করণ

প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়ে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও আইরিশদের পাত্তা দিলো না নারী দল। মিরপুর শেরে বাংলায় ৫ উইকেট আর ৩৭ বল হাতে রেখে সফরকারী দলকে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

এই জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে একই ভেন্যুতে ২ ডিসেম্বর।

শেরে বাংলায় টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল আয়ারল্যান্ড নারী দল। কিন্তু সুলতানা খাতুন, স্বর্ণা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেটে ১৯৩ রানেই আটকে যায় আইরিশদের ইনিংস।

অধিনায়ক অ্যামি হান্টার ৮৮ বল খেলে ৮ বাউন্ডারিতে ৬৮ রান করেন। ওরলা প্রেন্ডারগাস্ট ৩৭ এবং লরা ডেলানি খেলেন ৩৩ রানের ইনিংস।

বাংলাদেশের সুলতানা খাতুন ৩২ রানে ২ উইকেট শিকার করেন। নাহিদা আক্তার সমান রান খরচায় নেন একটি উইকেট। ভীষণ মিতব্যয়ী ছিলেন স্বর্ণা আক্তার। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি।

১৯৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ফারজানা হকের ৫০ (৮৯ বলে), শারমিন আক্তারের ৪৩ (৬৩), অধিনায়ক নিগার সুলতানার ৩৯ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস এবং শেষদিকে স্বর্ণা আক্তারের ২৯ বলে অপরাজিত ২৯ রানের ইনিংসে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে সিরিজে সমতায় ফেরানোর লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৯৩ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। ৩৫ রানে দলের দুই ওপেনার আউট হলেও দলকে ২০০ ছুঁই ছুঁই স্কোর এনে দেন অ্যামি হান্টার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৬৮ রানে ইনিংস খেলেন দলের অধিনায়ক। উইকেটরক্ষক-ব্যাটারকে অবশ্য দারুণ সহায়তা করেছেন ৩৭ রান করা ওরলা প্রেনডারগাস্ট। তৃতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়েন তারা। 

শেষ দিকে লরা ডিলানি (৩৩) ও উনি রেমন্ড-হোয়েই (২১) অবদান রাখেন। কিন্তু হেরে যাওয়ায় তাদের অবদান কাছে আসেনি দলের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন সুলতানা খাতুন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]