শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু    ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল   রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে   শৈত্যপ্রবাহ কবে হবে জানালো আবহাওয়া অধিদপ্তর   কুমিল্লাকে অচিরেই বিভাগ ঘোষণা: উপদেষ্টা আসিফ   বিদেশ যেতে দেয়া হলো না সুবর্ণাকে   একুশে আগস্ট গ্রেনেড হামলায় হাইকোর্টের রায় রোববার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ওয়াশিং মেশিন থেকে ছড়াতে পারে যেসব রোগ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৩:০৫ পিএম | অনলাইন সংস্করণ

প্রতিদিনের লন্ড্রির কাজে সময় ও শ্রম উভয়ই বাঁচাতে একটি অপরিহার্য গৃহস্থালি যন্ত্র হলো ওয়াশিং মেশিন। কাজ ও গঠনের ভিত্তিতে মেশিনগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাছাড়া নানা ধরনের পরিস্থিতিতেও এগুলোর উপযোগিতায় তারতম্য ঘটে। বর্তমান সময়ে বাসা-বাড়িতে সবচেয়ে বেশি দেখা যায় ‘টপ লোড’ ও ‘ফ্রন্ট লোড’ ওয়াশিং মেশিন। 

ওয়াশিং মেশিন আসার সঙ্গে সঙ্গে মানুষের জীবন অবশ্য সহজ হয়ে ওঠেছে। বিশেষ করে যারা সারাদিন ঘরের অনেক কাপড় ঘষামাজা ও ধোয়ামোছা করেই কেটে যেত। ওয়াশিং মেশিনের আবির্ভাবের মধ্য দিয়েই এখন ভারী, নোংরা কাপড় ধোয়া কয়েক মিনিটের খেলা। তবে প্রতিবার কাপড় পরিষ্কারের পর মেশিন ঠিকঠাকভাবে পরিষ্কার না করলে বিভিন্ন অসুখ ছড়াতে পারে। জামাকাপড় থেকে বের হওয়া ময়লা, সাবান-পানি ওয়াশিং মেশিনে আটকে থাকে দিনের পর দিন। আর সেখানে ব্যাকটেরিয়া, ছত্রাকের বাসস্থান গড়ে ওঠে। আবার ওয়াশিং মেশিনের ‘‘ডিসপেনসর ড্রয়ার’’ বা বিশেষ খাপেও জীবাণু জন্মায়। কারণ এই খাপটিতে প্রচুর সাবান, ময়লা লেগে যায়। তাই যন্ত্রটি নিয়মিত পরিষ্কার না করলে তা থেকেই নানা রোগ ছড়াতে পারে।

চলুন জেনে নেওয়া যাক ওয়াশিং মেশিন থেকে যেসব রোগ ছড়াতে পারে।

ছত্রাকের সংক্রমণে শ্বাসপ্রশ্বাসের রোগ

ক্যান্ডিডা ও মোল্ডের মতো ছত্রাক ওয়াশিং মেশিনে জমে থাকা পানিতে জন্মাতে পারে। ছত্রাকের সংক্রমণ থেকে ত্বকের সংক্রমণ তো বটেই, শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত রোগও হতে পারে। ত্বকে লালচে র‌্যাশ হতে পারে। এমনকি সোরিয়াসিসও দেখা দিতে পারে। পাশাপাশি এ সংক্রমণ ছড়াতে পারে চোখেও। ওয়াশিং মেশিনের কাপড় কাচার জায়গাটি ভিনেগার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। তারপর বেকিং সোডা ছড়িয়ে কুসুম গরম পানি ঢেলে মেশিনটি পুনরায় চালিয়ে নিন।

ই কোলাই থেকে পেটের রোগ

দূষিত পানিতে জন্মায় ই কোলাই। ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার ময়লা, জমে থাকা সাবান পানিতে এই ব্যাকটেরিয়া খুব সহজেই জন্মাতে পারে। এই ব্যাকটেরিয়া  শরীরে ঢুকলে তা মারাত্মক ডায়েরিয়ার কারণ হয়ে দাঁড়ায়। এই ব্যাকটেরিয়া মূত্রনালিতে চলে গেলে মূত্রনালিতে সংক্রমণ (ইউটিআই) হতে পারে। তখন জ্বর, তলপেটে ব্যথা, বার বার প্রস্রাব পাওয়া, প্রস্রাবের সময়ে জ্বালা ইত্যাদি হবে। ব্যাকটেরিয়া কিডনিতে পৌঁছে গেলে পায়েলোনেফ্রাইটিস নামক রোগও হতে পারে।

স্ট্যাফাইলোকক্কাসের সংক্রমণে ত্বকের রোগ

ভেজা, স্যাঁতসেঁতে জায়গায় সাধারণত স্ট্যাফাইলোকক্কাস নামক ব্যাকটেরিয়া জন্মায়। এই জীবাণু ত্বকের সংক্রমণের কারণ হতে পারে। এ জীবাণুতে আক্রান্ত হলে ফোস্কা, ব্রণ-ফুস্কুড়ি বা র‌্যাশের সমস্যার পাশাপাশি স্কিন কেরাটোসিস, একজ়িমা, কনট্যান্ট ডার্মাটাইটিসের মতো ত্বকের রোগও হতে পারে। তাই ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পরে হালকা গরম পানি দিয়ে মেশিনটি দ্রুত পরিষ্কার করে নিতে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]