প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ২:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে ১২৬ সদস্যের ইসকন দল
ঢাকার সাভার ইসকন মন্দিরের পরিচালক নিতাই দয়াল দাসের নেতৃত্বে ১২৬ সদস্যের একটি দল ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সাভার ইসকন আশ্রম থেকে যাত্রা করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে তারা।
ভারতবর্ষের ঐতিহাসিক মায়াপুরী ও বৃন্দাবন তীর্থস্থান ভ্রমণের উদ্দেশে তারা বাংলাদেশ থেকে ভারতে রওনা দেয় বলে জানা গেছে।
তীর্থস্থান ভ্রমণ শেষে ৫ ডিসেম্বর ইসকন দলের পুনরায় বাংলাদেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।