প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৫:০৮ পিএম | অনলাইন সংস্করণ
জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত ‘শহিদি সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি বলেন, ‘সৌন্দর্য বর্ধনের কথা বলে বিভিন্ন দেয়ালে আঁকা গ্রাফিতি মুছে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এসব গ্রাফিতি মুছে অন্যকিছু আঁকা হয়েছে। এটাকে জুলাই বিপ্লবের স্মৃতি মুছে দেওয়ার ষড়যন্ত্র বলে মনে করি। জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য নতুন গ্রাফিতি আকা হবে।’
তিনি বলেন, ‘এসব মুছে দিয়ে ৩৬ জুলাই এর স্লোগান লিখবো আমরা। আমরা ডিসেম্বর মাসে ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত শহিদি সপ্তাহ ঘোষণা করছি। জুলাই এর স্মৃতি আমাদের মন থেকে মুছে ফেলা যাবে না।
শরিফ ওসমান বিন হাদি বলেন, ‘শহিদি সপ্তাহের প্রথমদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও তেজগাঁও শিল্প এলাকায় আমরা গ্রাফিতি আঁকব। দেশবাসীর প্রতি আহ্বান থাকবে আপনারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়সহ সব প্রতিষ্ঠানে জুলাই এর গ্রাফিতি আঁকুন।’