পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তার বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গতকাল বুধবার চট্টগ্রামের আদালতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি গাড়িতে একটি ট্রাক ধাক্কা দেয়। এছাড়াও রাজধানীর যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসড়ক থেকে নামার সময় গুলিস্তানের টোলপ্লাজা এলাকায় হাসনাত আবদুল্লাহকে বহনকারী একটি গাড়িকে অন্য একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।
এই ঘটনাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। তিনি বলেন, সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে।
তিনি বলেন, সরকার তাদের নিরাপত্তার বিষয়টি একেবারেই হালকাভাবে দেখছে না। এটার ব্যাপারে তদন্ত যেটা করার কথা, সেটা সরকারের যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা আছে, তারা কাজ করছে।