আমাকে রংপুরের উপদেষ্টা বিবেচনা করুন: ড. ইউনূস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
নিজেকে রংপুরের সন্তান মনে করেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আবু সাঈদের পরিবারের সদস্যদের ড. ইউনূস বলেছেন-‘আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করতে অনুরোধ করছি’।
এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তাদেরকে সরকার থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।