প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২:৫৪ এএম | অনলাইন সংস্করণ
কুষ্টিয়ার মিরপুরে ভিজিডির চাল উত্তোলনে এসে ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কবরবাড়ীয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী মরিয়ম খাতুন (৫০) এবং একই এলাকার কোরমান মণ্ডলের স্ত্রী ছবেলা খাতুন (৭০)। এ ঘটনায় জহির উদ্দিনের স্ত্রী আজেলা খাতুন (৫০) আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সকালে কবরবাড়ীয়া থেকে পাখি ভ্যানযোগে বারুইপাড়া ইউনিয়ন পরিষদের উদ্দেশে রওনা হয়। এ সময় মশান বাজারের কুষ্টিয়া-মেহেরপুর সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া হতে মিরপুরগামী সিমেন্টভর্তি ট্রলিচালক মো. কাজল ধাক্কা দিলে ভ্যানগাড়িতে থাকা যাত্রীরা রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মরিয়ম খাতুনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরে গুরুতর আহত ছবেলা খাতুনের মৃত্যু হয়। এছাড়াও আহত মোছা. আজেলা খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রলিচালক সদর উপজেলার জুগিয়া পালপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে মো. কাজলকে ট্রলিসহ আটক করে।
তিনি আরও জানান, কুষ্টিয়া মডেল থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতের কার্যক্রম চলমান রেখেছে।