প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৬:০৭ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) যুবদল নেতা শামীম হত্যা মামলায় তিনদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করে পরের দিন আদালতে হাজির করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। ওইদিন মূলনথি না থাকায় এ বিষয়ে শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করা হয়।
এদিকে গত বুধবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুল গ্রেপ্তার করা হয়।
পরের দিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
মূলনথি না থাকায় শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করা হয়।
গত ২৪ নভেম্বর তাদের এ মামলায় দু'জনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। সমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালায়। তাতে যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়।