বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: আবারও বাড়লো স্বর্ণের দাম   ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮   জাতীয় ঐক্য গড়ার আহ্বান বিএনপির   বিজি প্রেসের ২ কর্মচারী গ্রেফতার   প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধিদল   ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যমুনায়   ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঝিকরগাছায় জুলাই-আগস্টের শহীদদের স্মরণে সভা
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৫:৫২ পিএম | অনলাইন সংস্করণ

যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা। 

উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নাভির সরওয়ারের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল। 

বক্তারা জুলাই-আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। 

জুলাই অভ্যুত্থান পরবর্তী পলাতক ফ্যাসিস সরকারের দর্শকদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে বলেন, ঐতিহাসিক এই বিজয় ধরে রাখতে যেকোন চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন, ইসলামী আন্দোলন ঝিকরগাছা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও জেলা কর্মপরিষদ সদস্য আরশাদুল আলম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কেএম কামরুজ্জামান জাহাঙ্গীর, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, মোতাসসিম বিল্লাহ শিশু একাডেমীর অধ্যক্ষ এস এম মাহবুব উল আলম, বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ছাত্র আন্দোলনে নিহত সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ ছাত্র শহীদ ইমতিয়াজের পিতা নওশের আলী ,মোহাম্মদপুর থানা পুলিশের নির্যাতনের শিকার আব্দুল্লাহ আল মাহমুদের পিতা আবুল হাসেম, ছাত্র প্রতিনিধিদের মধ্যে আরও বক্তব্য রাখেন, রাকিবুজ্জামান রাকিব, মোছাম্মদ আখি খাতুন, মাহমুদ হাসান প্রমুখ।

স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আক্তার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]