প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৩:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
রাজধানী দক্ষিণ সিটি কর্পোরেশনের কদমতলী থানাধীন জুরাইন রেলগেইট এলাকার বিক্রমপুর শপিং কমপ্লেক্সের সামনে ও আশপাশে গড়ে উঠা অবৈধ অস্থায়ী দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
গতকাল সোমবার (২৬ নভেম্বর) এই উচ্ছেদ অভিযানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন, যার নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান কদমতলী থানা ডিএমপি।
উচ্ছেদ অভিযানে ওসি মাহমুদুর রহমান বলেন, এই যাএাবাড়ী-জুরাইন-নারায়ণগঞ্জ-পদ্বাসেতুগামী গাড়িগুলো এই গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে চলাচল করে। এই সকল হকার ও অবৈধ দোকানের ফলে জুরাইন রেলগেইটে যানজট নিত্যদিনের ভোগান্তি, যা চরম পর্যায়ে পৌঁছেছে। এই গুরুত্বপূর্ণ ব্যাস্ততম রাস্তার পাশে কেউ অবৈধ স্থাপনা/হকার ব্যবসা করিতে পারবে না।
তিনি আরও বলেন, কদমতলী থানাধীন সকল প্রকার অবৈধ স্থাপনা যাহা জনমানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই সকল অবৈধ স্থাপনা/হকার পর্যারক্রমে উচ্ছেদ করা হবে। এবং এই অভিযান জনগণে পরিত্রাণের একমাত্র উপায় বলে তিনি মনে করেন।