আসাদুল্লাহ মাসুম নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৮:০০ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দৈনিক ভোরের পাতা প্রতিনিধি আসাদুল্লাহ মাসুমের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার করছে একটি অসাধু চক্র। এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সিআইডিকেও জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তার সুনাম নষ্ট ও হয়রানি করতে কিছু অপপ্রচারকারী ষড়যন্ত্র করছে। এই কুচক্রী মহল তার ছবি ও ভোরের পাতার ভিজিটিং কার্ড ও ফোন নাম্বার ব্যবহার করছে।
আসাদুল্লাহ মাসুম বক্তিগতভাবে একটি ফেসবুক আইডি ব্যবহার করেন। এর বাইরে আর কোনো ফেসবুক একাউন্ট নেই। এ বিষয়ে তিনি বলেন, কে বা কারা আমার সুনাম নষ্ট করার জন্য আমার নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার করেছে। বিভিন্ন লোকজনকে রিকুয়েস্ট দিয়ে নগদ অর্থ দাবি করছে। যেখানে আমার ছবি ব্যবহার করে এ অনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।