মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: আগামী ৭ দিন জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা   লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে ৩১ জন নিহত   সাংবাদিক মেহদী আজাদ মাসুমকে হুমকি : ডিআরইউ’র নিন্দা   ১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী    ২৩ দিনেই রেমিট্যান্স এলো ১৭২.৬ কোটি ডলার   বাংলাদেশকে ৩০ লাখ ইউরো অনুদান দিচ্ছে আইএলও   খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিএনপি যাকে প্রতীক দেবে তার সাথেই কাজ করবেন : ওসি
চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৯:১১ এএম আপডেট: ২৬.১১.২০২৪ ৯:১৪ এএম | অনলাইন সংস্করণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব বলেছেন, বিএনপি যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। 

উপজেলারে সরফভাটা ইউনিয়ন পরিষদে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে গত রবিবার তিনি এসব কথা বলেন।
 
আজ (সোমবার ২৫ নভেম্বর) সেই বক্তব্যের একটি ভিডিওটি ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ওসি আহসান হাবিব সপ্তাহখানেক আগে থানায় যোগদান করেছেন। পরে তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন ‘বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

৬ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওর একপর্যায়ে ওসি বলেন, আমার কথা হলো বিএনপি বৃহত্তর একটি দল। দল-মত-গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। আরেকটি কথা, বিএনপি ১৬ বছর সরকারের বাইরে ছিল। চুরি, ছিনতাই, ধর্ষণ এগুলোতে ছিল না। 

আমাদের কিছু বিএনপির লোক আওয়ামী লীগের সাথে মিশে গেছে। অরজিনাল ওয়ার্ডভিত্তিক একটা লিস্ট আমি চাই। অপরাধ ঘটলে সবকিছু থানার ওসির পক্ষে সম্ভব না। কিছু দায়িত্ব আপনাদেরও নিতে হবে। যে লোকটা সৎ এবং যোগ্য তাকে দিলে সুনাম হবে, বিএনপির সুনাম হবে। সেটা করতে হবে। চাঁদাবাজি করা যাবে না।

এর আগে ভিডিওর শুরুতে তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শুরু করেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে যারা চাঁদাবাজি করছে, হামলা করছে, তাদের গণধোলাই দিয়ে থানায় নিয়ে আসবেন। 

নিষিদ্ধ ছাত্রলীগের কোনো ঠাঁই নেই। তাদের গণধোলাই দেবেন। বিশেষ করে একটি কথা বলতে চাই, যারা ৫ আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করছে, তাদের দক্ষিণ রাঙ্গুনিয়ার মধ্যে গণধোলাই দিয়া থানায় নিয়ে আসবেন। বিশেষ করে ছাত্রলীগ ঠাঁই পাবে না। আপনাদের এই পর্যায়ে যদি আওয়ামী লীগ থাকত আপনাদের ঠ্যাং-ঠোং (হাত-পা) ল্যাংড়া হয়ে যেতো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]