মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ   গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়, নেতানিয়াহুর মৃত্যুদণ্ড চায় ইরান   আইপিএলের নিলামে নামই তোলা হয়নি সাকিবের    ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮ দেশের প্রতিনিধিদের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ    নাট্যকার হিসেবে পুরস্কার পেলেন অপর্ণা রানী রাজবংশী   স্বর্ণের দাম কমলো   ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের দাবি ইরানের সর্বোচ্চ নেতার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
টেলর সুইফটের কনসার্টে নাচলেন কানাডার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১২:৩৯ এএম | অনলাইন সংস্করণ

মার্কিন তারকা সংগীতশিল্পী টেইলর সুইফটের কনসার্ট মানেই যেন বিখ্যাত ব্যক্তিদের নজরকাড়া উপস্থিতি। এর ব্যত্যয় ঘটেনি কানাডার এরাস ট্যুরেও। সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো! নেচে-গেয়ে কনসার্ট উপভোগ করলেন তিনি। শনিবার (২৩ নভেম্বর) রাতের কনসার্টটি ছিল নানাভাবে তাৎপর্যময়। কারণ গায়িকার এরাস ট্যুরেরও শেষ ধাপের কনসার্টের একটি এটি।

সম্প্রতি টেলর সুইফটের কনসার্টে ট্রুডোর সেই নাচটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শনিবার রাতে টরেন্টোর রজার্স সেন্টারে টেলর সুইফটের কনসার্ট ছিল। সেখানে দর্শক আসন ছিল পরিপূর্ণ। কিন্তু ট্রুডো কনসার্টটি উপভোগ করছিলেন দাঁড়িয়ে। দর্শকদের উন্মাদনা বেশ ভালোই পাচ্ছিলেন ট্রুডো। তাই আর নিজেকে সামলাতে পারেননি তিনি। গ্র্যামিজয়ী শিল্পীর বিখ্যাত গান ‘ইউ ডোন্ট ওন মি’র ছন্দে দুহাত তুলেই নাচতে শুরু করেন কানাডার প্রধানমন্ত্রী।

তবে সামজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভাইরাল সেই ভিডিওতে ট্রুডোকে নাচতে দেখে নেটিজেনদের বুঝতে আর বাকি নেই কানাডিয়ান প্রধানমন্ত্রী টেলরের গানের ভক্ত।

তবে তার এই নাচ নিয়ে বিতর্কও হয়েছে। কারণ, সপ্তাহ ধরে উত্তাল দেশটির মন্ট্রিয়াল শহর। সেখানে ঘটছে ন্যাটো-বিরোধী বিক্ষোভ। তবে বিষয়টি এড়িয়েই গেছেন তিনি। তাই তো নিন্দুকদের মন্তব্য, 'যেখানে মন্ট্রিয়াল উত্তাল, সেখানে জাস্টিন ট্রুডো কনসার্টে যেয়ে আনন্দে নাচছেন।' কানাডার প্রধানমন্ত্রীর এই নাচকে রোমের সম্রাট নিরোর বাঁশি বাজানোর সঙ্গেও তুলনা করা হয়েছে।

সরলতার অনেক নজির গড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অন্য সাধারণদের মতো সাইকেল চালিয়ে পার্লামেন্টে যাওয়ার একটি ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন এই প্রধানমন্ত্রী। এবার কনসার্টে দর্শকদের সঙ্গে নেচে অনন্য এক নজির গড়লেন এই শীর্ষ নেতা।

প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চে শুরু হয়েছিল টেইলর সুইফটের এরাস ট্যুর। যেখানে পাঁচটি মহাদেশজুড়ে ১৪৯টি শো। এবার এই কনসার্ট ট্যুর প্রায় শেষের পথে। বাকি রয়েছে মাত্র ৪টি শো। শেষ কনসার্টটি আগামী ৪ ডিসেম্বর কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]