প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৮:১১ পিএম | অনলাইন সংস্করণ
স্বল্পমূল্যে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের জন্য ঝিকরগাছায় ‘আমাদের সবজি বাজার’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।
সিন্ডিকেট ঠেকাতে কৃষকদেও উৎপাদিত পণ্যবিক্রি ও ক্রেতাদের স্বল্পমূল্যে সবজিসহ কৃষিপণ্য ন্যায্যমূল্যে সরাসরি ক্রয়-বিক্রয়ের জন্য ঝিকরগাছা উপজেলা সড়কসেতুর পূর্বপাশে উদ্বোধন করা হয়েছে ‘আমাদের এইসবজি বাজার’।
সোমবার সকাল ৯টায় উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ন্যায্যমূল্যে শাক- সবজিসহ কৃষিপণ্য কেনার ধূম পড়ে যায়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, ন্যায্যমূল্যে সকলেই কিনতে পারেন এজন্য এমন ব্যবস্থা প্রশাসন গ্রহণ করেছে। তবে কেউ একটি সবজি দুই কেজির বেশি কিনতে পারবে না।
উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আইডিয়ায় আমাদের সবজি বাজারের মাধ্যমে কৃষকের উৎপাদিত নিরাপদ তাজা সবজি সূলভমূল্যে বিক্রয় করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি স¤প্রসারণ অফিসার আব্দুস সমাদ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন, মহাদেব কুমার দাশ, আইযুব আলী, অর্দ্ধেবিন্দু পাড়ে।
প্রতিটা কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতি কেজি হিসাবে ড্রাগন ফল-১২০ ,ফুলকপি-৪০/৫০ বড়, ছোট হিসাবে বাধাকপি-৪০, লাউ-৪০, বেগুন–৫০, মানকচু-৫০, মুলা-৩০, মেচুড়ী-৭০, মেটে আলু-৭০, কাকরোল-৬০।
বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ‘আমাদের সবজি বাজার’ চালু থাকবে।