প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন দুটি ল্যাপটপ এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
বিশ্বখ্যাত এসার ব্র্যান্ডের সুইফট গো ১৪ সিরিজের ‘এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩’ ও ‘এসএফজি ১৪-৭৩টি’ মডেলের ল্যাপটপ দুটিতে ইন্টেল আলট্রা ৫ ১২৫এইচ ও ইন্টেল ৭ ১৫৫এইচ প্রসেসর থাকায় দ্রুতগতিতে কাজ করা যায়।
ল্যাপটপ দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ৩২ হাজার টাকা এবং দেড় লাখ টাকা। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ল্যাপটপটিতে স্টোরেজ হিসাবে রয়েছে যথাক্রমে ৫১২জিবি এবং ১ টেরাবাইট জেন৪ এনভিএমই এসএসডি।
দুটো ল্যাপটপেই ব্যবহৃত হয়েছে ১৬জিবি অনবোর্ড র্যাম। আরও রয়েছে বিল্ট-ইন ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস। সিলভার কালারের এ ল্যাপটপ ২টিতেই রয়েছে ২ বছরের বিক্রয় পরবর্তী সেবা।