সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা নেই   দুর্গম পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে, নিহত ২৩   পাঁচ হাজার ৯১৫ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন   ছাগলকাণ্ডের মতিউরের বিদেশ যাওয়া অনুমতির রিট খারিজ   ইন্টারনেট সেবা বন্ধ পাকিস্তানে   নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সারজিস আলম   মোল্লা কলেজে নজরুল-সোহরাওয়ার্দী শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কবি নজরুল-সোহরাওয়ার্দী শিক্ষার্থীদের ‘মেগা মানডে’ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১:০৪ পিএম আপডেট: ২৫.১১.২০২৪ ১:০৭ পিএম | অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ‘মেগা মানডে’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকাল থেকে ধীরে ধীরে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে কবি নজরুল কলেজের সামনে জড়ো হতে থাকেন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

শিক্ষার্থীরা জানায়, গতকাল হামলার তদন্ত এবং রাষ্ট্রীয় কোনো উত্তর, সোহারাওয়ার্দী কলেজ এবং মাহাবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষ থেকে সমস্যার সুষ্ঠু সমাধানে কোনো উত্তর না পাওয়ায় আজ এই কর্মসূচি তাদের। 

তাদের সঙ্গে ৭ কলেজের সমর্থন রয়েছে বলেও জানায় শিক্ষার্থীরা।

দেখা গেছে, কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ যেসব কলেজ গতকাল হামলায় জড়িত ছিল তাদের বিচারের দাবিতে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা।

‘মেগা মানডে’ কর্মসূচি সম্পর্কে কবি নজরুল কলেজের শিক্ষার্থী ফাহাদ বলেন, ‘গতকাল সুপার সানডে ঘোষণা দিয়ে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে হামলা চালিয়েছে। তারই প্রতিবাদে আজ আমরা মেগা মানডে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।’

এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আফতাব আহমেদ বলেন, ‘ডিএমআরসি আমাদের ওপর হামলা করে চরম অন্যায় করেছে। এর ফল তাদের ভুগতে হবে। আমার এখন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। আমরা গতকাল আমাদের ক্যাম্পাসে হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় ডিএমআরসি আর তাদের জায়গায় থাকবে না। আমরা আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি এবং হার্টবিট বুঝে ওদিকে অগ্রসর হতে পারি। কিন্তু এই মুহূর্তে তা নিশ্চিতভাবে বলা যাবে না। আজ দিনব্যাপী আমাদের কর্মসূচি চলবে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]