প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১২:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড সৃষ্টি করেছে আইভরি কোস্ট। স্বীকৃত টি-টুয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের বিব্রতকর রেকর্ড সঙ্গী করেছে তারা।
আন্তর্জাতিক ক্রিকেটে এটিই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আগে স্বীকৃত টি-টুয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড ছিল ১০ রানে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে রোববার মুখোমুখি হয় দল দুটি। আগে ব্যাটে নেমে নাইজেরিয়া ৪ উইকেটে ২৭১ রান করে। জবাবে আইভরি কোস্ট গুটিয়ে যায় কেবল ৭ রানে। ২৬৪ রানে জিতেছে নাইজেরিয়া।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় এটি। আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ২৯০ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল ২৭৩ রানে জিতেছিল।
আগে আইল অব ম্যান গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে টি-টুয়েন্টিতে সর্বনিম্ন ১০ রানে অলআউটের রেকর্ড গড়েছিল। গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়াও। সেই ম্যাচ দুটিকে ছাড়িয়ে গেল আইভরি কোস্ট।
নাইজেরিয়ার হয়ে সেলিম সালাউয়ের ব্যাট থেকে আসে সেঞ্চুরি। ১৩ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ১১২ করেন। আইসেক ওকপি ৩ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেন।
জবাবে ৭.৩ ওভারে গুটিয়ে যায় আইভরি কোস্ট। স্বীকৃত ক্রিকেটে এটি তাদের দ্বিতীয় টি-টুয়েন্টি। আগে নিজেদের প্রথম ম্যাচে সিরিয়া লিয়নের বিপক্ষে ২১ রানে অলআউট হয় ১৯০ রানের লক্ষ্যে নেমে। ২০২২ সালে তারা আইসিসির সহযোগী দেশ হিসেবে স্বীকৃতি পায়।