রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সোহরাওয়ার্দী-কবি নজরুল কলেজে ভাঙচুর, পরীক্ষা স্থগিত   ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা   ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ১০৭৯   মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব   সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার সময় বাড়লো   জেদ্দায় চলছে আইপিএলের মেগা নিলাম   ‘ভুল চিকিৎসায়’ শিক্ষার্থীর মৃত্যু, ন্যাশনাল মেডিকেলে ভাঙচুর   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সোমবার অটোরিকশা চালকদের সঙ্গে ডিএমপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯:২২ পিএম | অনলাইন সংস্করণ

অটোরিকশা চালকদের দাবি দাওয়ার বিষয়ে কথা বলতে সোমবার (২৫ নভেম্বর) তাদের সঙ্গে বৈঠকে বসবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদিন বেলা ১১টায় ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতারা বৈঠক করবেন।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে রোববার (২৪ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী, প্রেসক্লাব, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা।

বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে গণঅবস্থান কর্মসূচি শুরু করেন অটোরিকশা চালকরা। ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবিতে এই গণঅবস্থানের আয়োজন করা হয়।

কয়েক হাজার অটোরিকশা চালকের এই অবস্থানের কারণে পল্টন থেকে কদম ফোয়ারা মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর সোয়া ১টার দিকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে চলে যান।

গণঅবস্থান কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাঙালকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না। এটা করা হলে সারা দেশে আগুন জ্বলে উঠবে। আপনারা (অটোরিকশা চালক) লড়াই করতে থাকেন। আইনসিদ্ধভাবে আমরা লড়াই করছি। এই লড়াই এগিয়ে নিয়ে ইন শা আল্লাহ আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবো।

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রতন বলেন, একজন বিচারপতির মৃত্যুবরণে আজকে রায় হবে না। আমাদেরকে তারা বলেছেন, আগামীকাল তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ডিএমপি থেকে বলা হয়েছে কোন রাস্তায় কীভাবে চলা যাবে তা জানাবে। চালকদের উদ্দেশ্যে আমরা এটাও বলতে চাই, নিয়ম মেনে রিকশা চালাতে হবে। লেন মেনে চালাতে হবে। সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে গাড়ি (রিকশা) চালাতে হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]