প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯:১৫ পিএম | অনলাইন সংস্করণ
অথচ সবশেষ আসরেও পাঞ্জাব কিংসের হয়ে দ্যুতি ছড়িয়েছিলেন তিনি। ১১ ম্যাচে ২৯.৮০ গড় এবং ১৫২.৮২ স্ট্রাইকরেটে করেছিলেন ২৯৮ রান। অপরাজিত ১০৮ রানের ইনিংসটি ছিল তার সর্বোচ্চ।
আইপিএলে বেয়ারস্টোর অভিষেক ২০১৯ সালে। ২ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। শুরুর আসরেই বাজিমাত করেন তিনি। ৫৫.৬২ গড় আর ১৫৭.২৪ স্ট্রাইকরেটে ১০ ম্যাচে সেবার তিনি ৪৪৫ রান করেছিলেন। ২ ফিফটির সঙ্গে ছিল ১ সেঞ্চুরির ইনিংস। হায়দরাবাদে তিন মৌসুম কাটানোর পর ২০২২ সালে ৬.৭৫ কোটি রুপির বিনিময়ে পাঞ্জাব কিংসে যোগ দেন তিনি। টানা তিন মৌসুম খেলার পর ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গেও ইতি ঘটল ৩৫ বছর বয়সি এ ব্যাটারের।
এর আগে অবিক্রীত থেকেছেন ২০০৯ সাল থেকে টানা আইপিএলে দ্যুতি ছড়ানো অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার। ২ কোটি ভিত্তিমূল্যের এ ব্যাটারকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
অবশ্য নিলামের দ্বিতীয় দিনে আরেকবার সুযোগ পেতে পারেন ওয়ার্নার ও বেয়ারস্টো। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজির নজরে পড়েন কিনা এ দুই ক্রিকেটার।