প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮:৩০ পিএম | অনলাইন সংস্করণ
ধনী-গরিবের ভেদাভেদ পরিবর্তন করতে আসছে ফারদিন মুস্তাফিজের পরিচালনায় নাটক ‘চাষা জামাই কোটিপতি’। এটি রচনা করেছেন লেখক হৃদয় জাহান।
এদিকে পরিচালক ফারদিন মোস্তাফিজ বলেন, গরিবের প্রতি ধনীর যে প্রতিহিংসা সেটি দূর করতে খুব শীঘ্রই দর্শকরা দেখতে পাবে ‘চাষা জামাই কোটিপতি’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় খলনায়িকা রিনা খান। যাকে বড়লোক শাশুড়ি চরিত্রে দেখা যাবে। এছাড়াও রয়েছেন জিদান সরাকার, সাগর রিনসহ অনেকে।
অন্যদিকে ঢালিউডের জনপ্রিয় খলনায়িকা রিনা খান বলেন, নাটকে জামাইয়ের কোটিপতি শাশুড়ি আমি । তবে আমার জামাই হবে ফকির গরিব। সবাই বলে আমি এই চরিত্রটি সবচেয়ে ভালো করি। তবে আর্টিস যে সব চরিত্রে অভিনয় করতে পারে সেটা আমি প্রমাণ করে দিয়েছি, হোক সেটা ভালো বা ঝগড়াটে সবটাই আমাদের পক্ষে করা সম্ভব।
এদিকে বড় লোকের জামাই হিসেবে দেখতে পাওয়া যাবে জিদান সরকারকে। তিনি বলেন, আমি যে চরিত্রটি করছি সেটি বড় লোকের জামাই এবং সবসময় বড়লোকের জামাই চরিত্রে অভিনয় করে আসছি। এখন একটি ভালো গল্পে কাজ করছি। দর্শকদের ভালো লাগবে।
অপরদিকে জামাই সাগর রিন বলেন, চাষা জামাই চরিত্রে অভিনয় করছি। হৃদয় জাহান ভাইয়ের বেশির ভাগ গল্পে আমি থাকি। এই গল্পে শাশুড়িকে অনেক ভালো লাগে কিন্তু আমার উপর খুব বেশি অত্যাচার করে। নাটকটি দেখলে বুঝতে পারবেন।
পরিচালক ফারদিন মুস্তাফিজ বলেন, নাটকটি খুব শীঘ্রই এপি প্রোডাকশনের ব্যানারে দেখতে পাবেন। দর্শকদের উদ্দেশ্য বলতে চাই ‘চাষা জামাই কোটিপতি’ একটি সামাজিক গল্প নাটকটি আপনারা সবাই দেখবেন।
কাজের কথা জানতে চাইলে পরিচালক বলেন, বেশ কয়েকটি নাটকের কাজ করেছি। বর্তমানে বৈশাখীতে ‘বৌমা’ চলছে। সামনে আরও পরিকল্পনা রয়েছে। তবে আশা আছে ভালো গল্প নিয়ে ওটিটিতে কাজ করার। আমার জন্য সবাই দোয়া করবেন।