প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮:১২ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপির কেন্দ্রীয় সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল বলেছেন, নারী-পুরুষের বৈষম্য আদিকালের। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এই বৈষম্য দূর করতে আমাদের মানুষ গড়ার কারিগর শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
তিনি বলেন, শুধুমাত্র গতানুগতিক শিক্ষা নয়, সুনাগরিক হিসেবে আমাদের শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞাননির্ভর করতে হবে। প্রযুক্তিগত জ্ঞানঅর্জনের বিকল্প নেই।
রোববার (২৪ নভেম্বর) সকালে ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের নবনির্বাচিত গভার্নিংবডির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ মো. আহসানুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের গভার্নিংবডির নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর জামায়াতের আমীর ও কলেজের গভার্নিং বডির সদস্য মশিউর রহমান।
এসময় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সাত্তার, কলেজের সহকারী অধ্যাপক মোর্তজা ইসলাম বাবু ও সহকারী অধ্যাপক ইয়াসমিন সুলতানা প্রমুখ ।
কলেজের সহকারী অধ্যাপক কাজী মাওলানা ইদ্রিস আলীর সঞ্চালনায় পরিচিতি সভায় কলেজের সকল সহকারী অধ্যাপক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।