আইপিএলের ১৮তম আসর বসতে যাচ্ছে ২০২৫ সালে। সেই আসরের আগে রোববার (২৪ নভেম্বর) থেকে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে মেগা নিলাম। দু’দিনব্যাপি এই নিলামে তোলা হবে মোট ৫৭৭ জন ক্রিকেটারকে। এর মধ্যে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার আছেন।
পন্তের দাম ২৭ কোটি রুপি
রিশভ পন্ত আইপিএল ইতিহাসে দামের রেকর্ড ভেঙেচুড়ে দিবেন- এমনটা অনেকেই আন্দাজ করেছিলেন। কারণ বেশ কয়েকটি দলের উইকেটরক্ষক অধিনায়ক দরকার। পন্ত যোগ্য নামই, সঙ্গে আছে তার ধ্রুপদি ফর্ম। আন্দাজ সঠিক, আইপিএলের দামের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। মিনিট বিশেক আগে করা আইয়ারকে পেছনে ফেলে তিনি এখন সবচেয়ে দামি। ২৭ কোটি রুপিতে তাকে কিনেছে লখনৌ সুপার জায়ান্টস।
স্টার্কের বিশাল পতন
গত মৌসুমে ২৪ কোটি ৭৫ লাখ রুপি দাম পেয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারে পরিণত হয়েছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। কিন্তু সে অনুযায়ী পেসজাদু দেখাতে পারেননি। প্রত্যাশিতভাবেই তার দামে বিশাল পতন হয়েছে। তাকে কিনতে ১১ কোটি ৭৫ লাখ রুপি খরচ হয়েছে দিল্লি ক্যাপিটালসের।
৭ মৌসুম পর রাজস্থান ছাড়লেন বাটলার
টি-টোয়েন্টির ফাইনেস্ট ব্যাটার জস বাটলার। ২০১৮ সাল থেকে খেলে আসা ইংলিশ ব্যাটারকে ধরে রাখেনি তাকে রাজস্থান রয়্যালস। ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে গুজরাটে বিক্রি হয়েছেন তিনি।
দামের রেকর্ড ভেঙে দিলেন আইয়ার
শ্রেয়াস আইয়ার গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন। শিরোপাজেতা অধিনায়ককে ধরে রাখেনি শাহরুখ খানের দল। ছাড়া পেয়ে আইয়ার আইপিএল ইতিহাসের দামের রেকর্ড ভেঙে দিয়েছেন। গত মৌসুমে স্টার্কের পাওয়া ২৪ কোটি ৭৫ লাখ রুপি ছাপিয়ে আইয়ার দাম পেলেন ২৬ কোটি ৭৫ লাখ, তাকে নিয়েছে পাঞ্জাব কিংস।
দলবদল করে রাবাদা গুজরাটে
গত মৌসুমে পাঞ্জাবের হয়ে খেলেছিলেন কাগিসো রাবাদা। ২ কোটি রুপি ভিত্তিমূল্যে এবার তাকে নিলামে তোলা হয়। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে গিয়ে ঠেকে তার দাম, খেলবেন গুজরাট টাইটান্সের হয়ে।
আর্শদীপ সিং ১৮ কোটিতে পাঞ্জাবে
ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে আর্শদীপ সিং দিনের শুরুতে প্রথম ক্রিকেটার হিসেবে নিলামে উঠেন। ভিত্তিমূল্যে তার জন্য প্রথম বিড করে চেন্নাই সুপার কিংস, এরপর দিল্লি ক্যাপিটালস। এ দুদলের লড়াই শেষে যোগ দেয় গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্চার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত আরটিএম সুবিধা প্রয়োগ করে ১৮ কোটি রুপিতে গত মৌসুমের দল পাঞ্জাব কিংস সিংকে কেনে।
এবারের আসরের জন্য নতুন করে চালু করা রিটেনশন নিয়ম অনুযায়ী– আগের আসরে খেলা স্কোয়াড থেকে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ দেয়া হয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোকে। নিলামের আগে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এ ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস পুরোনো ৫ ক্রিকেটারকে রিটেইন করেছে। দিল্লি ক্যাপিটালস ৪, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ এবং সর্বনিম্ন ২ জন ক্রিকেটারকে রেখেছে পাঞ্জাব কিংস।