রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার   নারায়ণগঞ্জে এয়ার ফ্রেশনার থেকে বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ   পাঁচ বিসিএসে নিয়োগ হবে ১৮ হাজার ১৪৯ জন   রুমায় গহীন জঙ্গলে সেনা অভিযান, ৩ কেএনএ সদস্য নিহত   আদালতের নির্দেশনায় ব্যাটারি রিকশা সমস্যার সমাধান হবে   শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার   নিউ এজ সম্পাদক হয়রানির তদন্ত শুরু, অভিযুক্তকে প্রত্যাহার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আইপিএলের মেগা নিলাম শুরু বিকেলে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ১২:৩৯ পিএম | অনলাইন সংস্করণ

আইপিএলের মেগা নিলাম, ফাইল ছবি

আইপিএলের মেগা নিলাম, ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম শুরু হচ্ছে আজ। তালিকায় নাম আছে ৫৭৭ জনের। প্রথম দিন ১২ বাংলাদেশি ক্রিকেটারের কারো নাম নেই নিলামে। ৬৪৭ কোটি রুপি খরচ করতে পারবে দশ দল। এরমধ্যে সবচেয়ে বেশি পাঞ্জাব কিংস। 

রোববার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় শুরু হবে ক্রিকেটার কেনা-বেচার এই আসর। 

তিন বছর পর ফিরছে আইপিএলের মেগা নিলাম। আর এমন আয়োজন মানেই যেন অর্থের ঝনঝনানি। এর আগে আরব আমিরাতে নিলাম হলেও প্রথমবার জেদ্দায় ফ্রাঞ্চাইজিগুলো এক হবে পছন্দের ক্রিকেটারদের তিন বছরের জন্য দলে টানতে।

১৫৭৪ ক্রিকেটার নিলামে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তালিকায় জায়গা পেয়েছে ৫৭৭ জন। এরমধ্যে ভারতীয় ৩৬৭ আর বিদেশি ২১০ জন।

বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮ ক্রিকেটার ইংল্যান্ডের, যেখানে শেষ মুহূর্তে যোগ হয়েছেন জোফরা আর্চার। এরপরের অবস্থানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। ১২ দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ক্রিকেটাররাও।

দু’দিনব্যাপী নিলামে প্রথম দিন বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে না। তালিকায় থাকা ১২ ক্রিকেটারের কারও নাম উঠবে না এদিন। দ্বিতীয়দিনও মুস্তাফিজ, তাসকিন, সাকিবরা নিলামে উঠবেন কিনা, তা নির্ভর করবে ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহের ওপর।

গেল আসরে চেন্নাইয়ে খেলা ফিজকে ধরে রাখেনি সুপার কিংস। তবে হোম কন্ডিশন বিবেচনায় এবারও তাদের চোখ থাকতে পারে কাটার মাস্টারের দিকে।

নিলামে ৮ ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি, ভিত্তিমূল্যে আছেন ৮২ ক্রিকেটার। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ। সাকিব, তাসকিন, মিরাজের দাম ১ কোটি। বাকিদের কিনতে গুনতে হবে অন্তত ৭৫ লাখ রুপি। সবচেয়ে বেশি ৩২২ জনের ৩০ লাখ রুপি ভিত্তিমূল্য।

দল গোছাতে ১২০ কোটি রুপি বরাদ্দ প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির জন্য। ক্রিকেটার রিটেইন করায় সর্বাধিক খরচ করেছে রাজস্থান রয়্যালস। তাই নিলামে তাদের হাতে আছে, মাত্র ৪১ কোটি রুপি। আর সবচেয়ে বেশি ১১০ কোটি ৫০ লাখ রূপি নিলামে খরচ করতে পারবে প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। তারা রিটেইন করেছে মাত্র ২ জন।

একেকটা দল হবে সর্বোচ্চ ২৫, আর সর্বনিম্ন ১৮ জনের। ইতোমধ্যেই ৪৬ জন ১০ দলে খেলার টিকিট পেয়েছেন। নিলামে ভাগ্য খুলবে সর্বাধিক ২০৪ জনের। অকশনে নজর থাকবে ঋষভ পন্ত, লোকেশ রাহুল, জশ বাটলারদের উপর।

১০ দলের ১৮তম আসর শুরু আগামী ১৪ মার্চ, ফাইনাল ২৫ মে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]