প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১১:০০ পিএম | অনলাইন সংস্করণ
টেকনাফ সাবরাং এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ট্যাংক বিধ্বংসী তাজা ৪০ মিলিমিটার রকেট হিট ও চারটি ফিন অ্যাসেম্বলি উদ্ধার করেছে র্যাব।
গত বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে সিপিএসসি ক্যাম্পের একটি দল সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া মাঝের পাড়া এলাকায় অভিযান চালিয়ে চারটি ট্যাংক বিধ্বংসী অবিস্ফোরিত সতেজ ৪০ মিমি রকেট হিট এবং চারটি ফিন অ্যাসেম্বলি সহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, উদ্ধার হওয়া অত্যাধুনিক অস্ত্র দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড় হুমকি বলে ধারণা করা হয়।
মো. কামরুজ্জামান বলেন, ‘উদ্ধার হওয়া গোলাগুলোগুলো ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের গ্রেনেড ফায়ারিং রেঞ্জের অভিজ্ঞ বম্ব ডিসপোজাল টিমের বিশেষজ্ঞদের দিয়ে ধ্বংস করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’