প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১০:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকার প্রয়োজন। কেননা সংবিধান সংশোধন করার নৈতিক অধিকার শুধু নির্বাচিত সরকার রাখে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ফিরিয়ে আনতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাংলাদেশের জন্য জরুরি।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘সংবিধান সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
পার্থ বলেন, যেকোন আন্তর্জাতিক চুক্তি জনগণকে জানিয়ে করতে হবে। সংবিধানে মাদক কারবারীদের জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি জানান, আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই। যেসব রাজনৈতিক দল গণহত্যায় জড়িত ও সমর্থন করে তাদের নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে।
ব্যারিস্টার পার্থ বলেন, যারা বিদেশে অর্থ পাচার করে তাদের জন্য অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতার আইন পাস করা উচিত।
এসময় প্রবাসী কোটা ও গার্মেন্টস শ্রমিক কোটায় সংসদে প্রতিনিধি থাকা উচিত বলেও মন্তব্য করেন সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।