প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৬:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
যশোরের ঝিকরগাছায় খাসজমি উদ্ধারে মাঠে নেমেছে প্রশাসন। দীর্ঘদিন দখলে থাকা সরকারি এসব সম্পত্তি উদ্ধারে উপজেলা প্রশাসন এবার নড়েচড়ে বসেছে। ইতিমধ্যে বেশকিছু দখলীয় খাসজমি উদ্ধারে সফল হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার।
খাসজমি উদ্ধারে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুরে ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের ১০৯নং করিমালী মৌজার ১নং খতিয়ানের ৬৩৮ দাগের ২৭ শতক সরকারি সম্পত্তি দখলমুক্ত হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার বলেন, জেলা প্রশাসকের নির্দ্দেশে সরকারি খাসজমি উদ্ধারে অভিযান অব্যহত থাকব।
খাসজমি উদ্ধারে দখলকারের কোনো বাধাবিপত্তির মুখোমুখি হচ্ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে খাসজমি সরকারের অনুকূলে উদ্ধার অভিযানে নেমেছি। এ ব্যাপারে কারও কোনো আপত্তি থাকলে আদালত অথবা ভূমি অফিসের সাথে আলোচনার সুযোগ রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন থানার এস আই পলাশ হোসেন, নাভারন ইউনিয়নের নায়েব ফারভিন নাহার, সাবেক নায়েব সালমা খাতুন, সার্ভেয়ার ফিরোজ আলম, পেশকার তৌফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।